আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || ছাত্র সংগঠন এন এস ইউ আই’র পক্ষ থেকে বিভিন্ন দাবী নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহার নিকট ডেপুটেশন দিতে যায় এন এস ইউ আই’র সহ-সভাপতি সম্রাট রায় সহ অন্যান্যরা।
জানা যায়, ডেপুটেশন প্রদানকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহার সাথে দুর্ব্যবহার করে ছাত্রনেতা সম্রাট রায়। জানা যায়, পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহাকে ছাত্রনেতা সম্রাট রায় আঙ্গুল উচিয়ে কথা বলেন। শুধু তাই নয়, পর্ষদ সভাপতিকে সি পি আই (এম) এর দালাল বলেও অসভ্য আচরণ করে বলে অভিযোগ। ছাত্রনেতা সম্রাট রায়ের এই আচরণে সমালোচনার ঝড় উঠে নানা মহলে।