ABVP’র ১৫ জন কর্মী সম্রাট রায়ের হাত ধরে যোগ দিলেন NSUI’তে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়ের উপস্থিতিতে বুধবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ABVP এর ১৫ জন এক্টিভ কর্মী সম্রাট রায়ের হাত ধরে NSUI তে যোগদান করেন।
এদিন ছাত্রনেতা সম্রাট রায় বলেন, এন এস ইউ আই’র আন্দোলনে একপ্ররকার বাধ্য হয়ে মধ্যশিক্ষা পরিষদ এক্সাটারন্যাল, কমপার্টমেন্ট এক্সাটারন্যাল পরীক্ষা বাতিল করে। এই সিদ্ধান্তে সম্রাট রায় মধ্যশিক্ষা পরিষদকে ধন্যবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজীৎ সিনহাকে ছাত্র ছাত্রীদের স্বার্থে NSUI এর আন্দোলনকে সমর্থন জানিয়ে সহযোগিতা করার জন্য। পাশাপাশি সম্রাট রায় রাজ্য সরকারের নিকট জ্বোরালো দাবী জানান, ডিগ্রি পরিক্ষার্থীদের তিন লক্ষ টাকা সাহায্য প্রদান সহ সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*