আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || অনুষ্ঠিত হল ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সভা ও নতুন পরিচালন কমিটির নির্বাচন। রবিবার সকাল ১০টায় আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সভা। সভা শেষে দুপুর ১২টা থেকে শুরু হয় ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নতুন পরিচালন কমিটির নির্বাচন প্রক্রিয়া। ৭৭ জন ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন ৭৬ জন ভোটার। ভোট দানের পর ৩টা থেকে শুরু হয় নির্বাচনের গণনা প্রক্রিয়া। এরপরই নির্বাচনের ফলাফল প্রকাশ করেন রিটার্নিং অফিসার তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।
ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নতুন পরিচালন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি রঞ্জন রায়, সহ-সভাপতি সুমন দেব রায় ও সুখেন শর্মা, সাধারণ সম্পাদক রমাকান্ত দে, সহ সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা ও প্রলয়জিৎ পাল, কোষাধ্যক্ষ কর্নেন্দু রায়, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দে, চিন্ময় চৌধুরী, ভাস্কর দাস, মিল্টন ধর, সুমন ঘোষ ও প্রবীর দেববর্মা।