ফ্লিপকার্টের অফিসে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো বাম যুব নেতা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জুলাই || হাইটেক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো বাম যুব সংগঠনের নেতা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটলো তেলিয়ামুড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার ফ্লিপকার্টের অফিসে কর্মরত ছিলেন নিরঞ্জন দেবনাথ। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। শ্রী দেবনাথের ব্যক্তিগত পরিচয় তিনি এক সময় বামপন্থী ছাত্র সংগঠনের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুড়া কমিটির অন্যতম সদস্য হিসেবে মাঠ ঘাট দাপিয়ে বেড়ান এই যুব নেতা।
জানা গেছে, শনিবার গভীর রাতে নাইট ডিউটিতে কর্মরত ছিলেন এই বাম নেতা। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি তেলিয়ামুড়া ফ্লিপকার্টের কার্যালয়ে চলে যায়। সেখানে গিয়ে সিসি টিভির কানেকশন গুলোকে কেটে দিয়ে চুরি করতে উদ্যত হয়ে পরেন। কিন্তু ফ্লিপকার্টের উচ্চ টেক্নোলজির কাছে হেরে যান বামপন্থী এই নেতা। চুরি করা অবস্থাতেই ফ্লিপকার্টের মূল কার্যালয় তথা ব্যাঙ্গালোরের মূল কার্যালয়ে খবর পৌঁছে যায়। তারপর ঐখান থেকে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া ফ্লিপকার্ট অফিসের অন্যান্য কর্মরত স্টাফদের। তারপর এখানকার কর্মরত অন্যান্য স্টাফ সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা স্থলে যায় এবং চুরিকান্ডে হাতিয়ে নেওয়া ১২ লক্ষ টাকা সহ ৮টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করে নিরঞ্জন দেবনাথকে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিরঞ্জন দেবনাথকে। বর্তমানে নিরঞ্জন রয়েছেন তেলিয়ামুড়া থানার হেফাজতে। বামপন্থী যুব আন্দোলনের শীর্ষ নেতার চুরিকান্ডে জড়িয়ে পড়ার ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*