বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || বগাফা বি এস এফ’র হেডকোয়াটারে ৯৬নং ব্যাটেলিয়নের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় বৃক্ষরোপন কর্মসূচী। রবিবার সকাল ৯টায় শান্তির বাজার মহকুমার বগাফা বি এস এফ’র হেডকোয়াটারে ৯৬নং ব্যাটেলিয়ন বি এস এফ’র উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় বৃক্ষরোপন কর্মসূচী। এই বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বি এস এফ’র ৯৬নং ব্যাটেলিয়নের কমানডেন্ট নরেশ কুমার, ২ আই সি রাজপাল সিং, ২ আই সি জস্ করনসিং , শান্তির বাজার ছাত্র বন্ধু সামাজিক সংস্থার সদস্য সহ বি এস এফ জোওয়ানরা। প্রাকৃতিক ভারসাম্য ও অক্সিজেন সরবারের ভারসাম্য বজায় রাখতে আজকের বৃক্ষরোপনের এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচীর মধ্যদিয়ে ৯৬নং ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারের পাশাপাশি ব্যাটেলিয়ানের সমস্ত বি ও পি তে বৃক্ষরোপন করা হয়। এই বৃক্ষরোপন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ব্যাটেলিয়নের কমানডেন্ট নরেশ কুমার। বৃক্ষরোপন কর্মসূচীতে হেডকোয়ার্টারের বিভিন্নপ্রান্তে বৃক্ষরোপন করলো বি এস এফ এর জোওয়ানরা।