আপডেট প্রতিনিধি, কমলপুর, ২৬ জুলাই || কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষকদের অবিরল আন্দোলনের আট মাস পূর্তি উপলক্ষে সংহতি জানিয়ে সোমবার কমলপুরের মানিকভাণ্ডারে সারা ভারত কৃষক সভার ডাকে এক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাসবিহারী ঘোষ বলেন, কৃষকরা এই তীব্র গরমে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর কেন্দ্রীয় সরকার ঠুঁটো জগন্নাথের মত বসে আছে। এই কৃষি আইন বাতিল না হলে, আরো বড়ো আন্দোলনের দিকে কৃষকরা যাবেন বলে তিনি জানান।