কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে খোয়াইয়ে সি পি আই (এম)’র বিক্ষোভ কর্মসূচি

গোপাল সিং, খোয়াই, ২৬ জুলাই || রেগার সংকীর্ণ সামাজিক মেরুকরণ করে রেগার কাজ থেকে তপশিলী জাতি ও তপশিলী উপজাতিদের বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের বিজেপি সরকারের তৎপরতার প্রতিবাদে ও কিউবার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পিত অবরোধের বিরুদ্ধে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খোয়াইয়েও সি পি আই (এম)’র ডাকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এদিন খোয়াই শহরের কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে আধঘন্টার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন মহকুমার বিভিন্ন অংশের জাতি উপজাতি নারী পুরুষরা। কর্মসূচিতে সবাই পতাকা ফেস্টুন ও দাবী সম্বলিত পোস্টার প্লেকার্ড হাতে নিয়ে সম্মিলিত কন্ঠে শ্লোগানে গলা মেলান। মূহূর্মূহূ আওয়াজ উঠে, “রেগা আমাদের অধিকার, এই অধিকার হরণ করতে দিচ্ছি না দেব না, রেগার কাজে সামাজিক মেরুকরণ কেন মোদি সরকার জবাব দাও, মার্কিন সাম্রাজ্যবাদ কিউবা থেকে হাত গুটাও, কিউবার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পিত অবরোধ অবিলম্বে প্রত্যাহার করো”।
এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সামিল ছিলেন সি পি আই (এম)’র মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য সুখেন্দু বিকাশ দে, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য, পার্টি নেতা আলয় রায়, গৌরী পাল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন পদ্ম কুমার দেববর্মা। রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*