সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জুলাই || করোনা কারফিউর এই সময়ে মদ বিক্রেতারা অবাধে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। সোমবার সন্ধ্যায় এক গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে বিশাল পরিমাণ বিলাতী মদ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিন সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে শান্তিনগর এলাকায় বিক্রি হচ্ছে বিলাতি মদ। খবর পেয়ে থানার সেকেন্ড ওসি গোবিন্দ দাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ হানা দেয় ওই এলাকায়। উদ্ধার করে প্রায় ৩০ হাজার টাকার বিলেতি মদ। পাশাপাশি আটক করা হয় এক ব্যক্তিকে। তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেব জানান, আগামী দিনেও এই অভিযান জারি থাকবে এবং এই মদগুলি কে বা কাহারা মজুদ করেছিল তা তদন্ত করে দেখা হবে।