বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই || করোনা ভ্যাকসিন প্রদানে সারা দেশের মধ্যে ত্রিপুরাকে বিশেষ স্থানে নিয়ে যাবার লক্ষ্য রেখে কাজ করে চলছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রচেষ্টায় করোনা ভ্যাকসিন প্রদানে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। শান্তির বাজার মহকুমার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত পাহাড় জঙ্গল ও গভীর নদী নালা পার হয়ে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে সকলের কাছে। এরমধ্যে পাহাড়ী এলাকার কিছু সংখ্যক লোকজন ভ্যাকসিন গ্রহণ করতে এগিয়ে আসছেনা। সেই সকল লোকজনদের সচেতন করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্যে ১০০ শতাংশ ভ্যাকসিন প্রদানে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৭ ও ২৮ তারিখ দু’দিন ব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের স্পেশাল ড্রাইভের আয়োজন করা হয়। বুধবার এই ভ্যাকসিন প্রদানের কাজ পরিদর্শনে আসেন ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। মন্ত্রী শান্তিরবাজার মহকুমায় এসে প্রথমে যান জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে গিয়ে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে হাসপাতালে চিকিৎসারত রোগিদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় চলো যান কলসী উপসাস্থ্য কেন্দ্রে। সেখানে গিয়ে ভ্যাকসিন নিতে আসা ১০০ বছরের উর্ধে বৃদ্ধা মহিলা বিশাখা মজুমদারের সঙ্গে কথাবার্তা বলেন। মন্ত্রী সেখান থেকে পশ্চিম জোলাইবাড়ী ও পশ্চিম পিলাক উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে বিলোনীয়ার উদ্দ্যোশ্যে রোওনা হন। এই দুই দিনের স্পেশাল ড্রাইভে শান্তির বাজার মহকুমায় ৯টি স্বাস্থ্যকেন্দ্রে ১২০৩ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। এই পরিদর্শনকালে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনীয়া বিধানসভার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ, মহকুমার কোভিড ইনচার্জ ডঃ শান্তুনু দাস, মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রক্ষীত দেবর্বমা সহ অন্যান্যরা।