আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসবাহিনীর ফ্যাসিস্ট তান্ডবের অভিযোগ এনে এবং তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলন মিলিত হন সিপিআই নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মালিনে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিস্থির দাস, সিপিআই রাজ্য কার্য্যনির্বাহী পরিষদের সদস্য মিলন বৈদ্য এবং সিপিআই নেত্রী তুলসী দাস কপালি। সাংবাদিক সম্মেলনে সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিস্থির দাস বলেন, গত ৮ই সেপ্টেম্বর রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস সন্ত্রাসীবাহিনীর নারকীয় তান্ডব চালায়। রাজধানী আগরতলার মেলারমাঠস্থিত সিপিআই(এম) রাজ্য দপ্তর, সদর বিভাগীয় দপ্তর আক্রমণ করে আগুন লাগিয়ে দেয় বিজেপি দূরবৃত্তরা। ভাঙচুর করা হয় প্রতিবাদী কলম এবং পিবি-২৪ সংবাদ দপ্তর। আক্রমণ করা হয় সাংবাদিকদের। পুরো ঘটনা সংগঠিত হয় পুলিশের সামনে, কিন্তু পুলিশ সম্পূর্ণ ভাবে ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করে। এছাড়াও ঐদিন সারা রাজ্যে বামপন্থী দলগুলির অফিসে এবং তাদের কর্মীসমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুর, আগুন, দৈহিক আক্রমণ করে সন্ত্রাসীরা। এই ঘটনা সভ্যতার বিরুদ্ধে বলে জানান তিনি। তিনি রাজ্যের আপামোর জনগণকে বিজেপি-আরএসএস’র বিরুদ্ধে লড়াই সংগ্রামে গর্জে উঠার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে সিপিআই রাজ্য কার্য্যনির্বাহী পরিষদের সদস্য মিলন বৈদ্য বলেন, বিজেপি-আরএসএস দিন দিন দুর্বল হচ্ছে দেখেই দুর্বলতা ঢাকতে এই সব তান্ডব অনুষ্ঠিত করছে। মহিলারাও ছাড় পায়নি বিজেপি-আরএসএস হায়নাদের আক্রমণ থেকে। তিনি আরো বলেন, গত বছর ২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘটের দিন একই কায়দায় সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবন আক্রমণ করা হয়। তিনি বলেন, আজ পর্যন্ত দোষীদের গ্রেফতার করেনি পুলিশ। বিজেপি-আরএসএস সন্ত্রাস বাহিনীর দ্বারা এই কার্য্যকলাপে কালিমালিপ্ত হল রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ এবং একই সাথে আক্রান্ত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে গত ৮’সেপ্টেম্বরের নারকীয় ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে দোষীদের গ্রেফতার করার দাবি জানায় সিপিআই নেতৃবৃন্দ।