আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর || বঙ্গ নবজাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক, দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মজয়ন্তী পালন করা হয়। রবিবার সকালে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এইদিন রাজধানীর ড্রপ গেটস্থিত এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্প অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানায় উপস্থিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটির উপদেষ্টা চেয়ারম্যান সুভাষ দেব, এছাড়াও দপ্তরের সহকারি অধিকর্তা সহ অন্যন্য আধিকারিকরা।