আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || রাজ্যের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অংশের শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক বৃত্তি প্রদানের দাবি নিয়ে সরব হলেন রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়। শুক্রবার এন এস ইউ ওয়াই’র সহ-সভাপতি তথা ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অংশের শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক বৃত্তি প্রদানের দাবি নিয়ে আন্দোলনে নামলো ত্রিপুরা প্রদেশ এন এস ইউ ওয়াই। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিল ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই’র সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, ছাত্রনেতা অন্তরীপ দেবনাথ সহ অন্যান্যরা।