আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || চারদিকে উৎসবের আমেজ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙ্গালীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার হয়েছে দেবীর বোধন। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙ্গার জন্য বন্দনা পূজা করা হয়। শাস্ত্র মতে, বোধন হচ্ছে দুর্গা পূজার অন্যতম একটি আচার। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্ত। পূজা শুরুর আগে বেলশাখায় দেবীর বোধন দুর্গা পূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। শরৎকালের দুর্গা পূজায় এই বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পূরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরতকালে রাক্ষসরাজ রাবণকে বধ করার উদ্দেশ্যে দুর্গা পূজো করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকালবোধন নামে খ্যাত। তবে বসন্তকালের দুর্গা পূজো তথা বাসন্তীপূজোয় বোধন করার প্রয়োজন হয় না। ষষ্ঠী পূজায় বিল্ববৃক্ষ বা ফল যুগ্ম সহিত বেলের ডাল, ঘট, এক সরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা, সশীষ ডাব, তীর, পঞ্চ গুঁড়ি, পঞ্চ গব্য, পঞ্চ শস্য, পঞ্চ পল্লব, বোধনের শাড়ী, বিল্ববৃক্ষ পূজোর ধুতি সহ পূজোর আয়োজন সবই প্রয়োজন হয়। সোমবার বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দুর্গোৎসব। দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।