আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ||
ভারতীয় জনতা যুব মোর্চা সদর জেলা কমিটির উদ্যোগে ইলেভেন সেট ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই ইলেভেন সেট ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, বিজেপি শহর জেলা কমিটির সভাপতি ডঃ অলক ভট্টাচার্যী সহ যুব মোর্চার কর্মীরা।