বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ ডিসেম্বর || যানচালক ও শ্রমিকদের আন্দোলনে বাধ্য হয়ে বালি পরিবহনের সময়সীমা বৃদ্ধি করলো বন দপ্তর। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কাকুলীয়া ফরেষ্ট রেঞ্জ অফিসের রেঞ্জার শিবু দাসের দ্বারা প্রতিনিয়ত হেনস্থার স্বীকার হতে হচ্ছে বালি পরিবহনকারী যান চালচদের এমনটাই অভিযোগ। রেঞ্জার বাবু যান চালকদের জানান, উনার উর্ধতর কতৃপক্ষ বালি পরিবহনের সময়সীমা কমিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা করেছে। এই সময়সীমার মধ্যে বালি পরিবহন না করলে পরবর্তী সময় যান চালককে জরিমানা ও গাড়ী আটক করে রাখা হচ্ছে। যার ফলে বালি পরিবহনকারী যান চালক ও শ্রমিকরা আন্দোলন শুরু করে। রবিবার এই আন্দোলনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। সোমবার পূনরায় শ্রমিকরা রেঞ্জ অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। ঘটনার পরবর্তী সময় মহকুমার বন আধিকারিক জয়মাল্য ভট্টাচার্য্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চালক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে এক আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভা শেষে মহকুমার বন আধিকারিক বালি পরিবহনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করে ২ ঘণ্টা ও ৩ ঘন্টা করে দিয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ স্তব্ধ করতে শিবু দাস এই পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু এই বিষয়টি এস ডি এফ ও জয়মাল্য ভট্টাচার্য্য জানার পর কঠোর পদক্ষেপ গ্রহন করেন। মহকুমার বন আধিকারিকের এই ধরনের পদক্ষেপ নেওয়ায় পুনরায় খুশির বাতারবন বইছে শ্রমিক ও বালি পরিবহনকারী যান চালকদের মধ্যে।