অসংগঠিত ক্ষেত্রের শ্রমদানকারী ব্যক্তিদের ই-শ্রম পোর্টালে নিবন্ধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর || অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমদানকারী ব্যক্তিদের ই-শ্রম পোর্টালে নিবন্ধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী বলেন, এই পোর্টালের সহায়তায় স্বচ্ছতা ও দ্রুততার সাথে সমস্ত শ্রমিকদের মধ্যে গুচ্ছ সুবিধা বন্টন ও সিএসসি সেন্টারের সহায়তায় বা ঘরে বসেই নাম নিবন্ধন বা পুনর্নবীকরন দ্বারা সময় এবং অর্থ অপচয় রোধ করা সম্ভবপর হবে। বিগত দিনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মানসিকতায় শ্রমিকদের উন্নয়নে আন্তরিকতার ঘাটতি ও শ্রমিকদের সরকারি তালিকাভুক্তি না করার ফলে, কোভিড পরিচস্থিতিতে বিভিন্ন অংশের শ্রমিকদের মধ্যে সহায়তা বন্টনে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। পরিষেবা প্রদানে স্বচ্ছতা আনার লক্ষ্যে, অনলাইন ব্যবস্থার সুফল হিসেবে সিএসসি সেন্টারের মাধ্যমে ভালো মাত্রায় রোজগার সুনিশ্চিত হয়েছে। এর সংখ্যা প্রায় ১২০০ পরিবার। বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহনের ফলে ও বিভিন্ন প্রকল্পের সহায়তা পেয়ে আর্থসামাজিক জীবনমানের উন্নয়ন এসেছে শ্রমিকদের পরিবারে।
মুখ্যমন্ত্রী বলেন, এখন আর কোনো পার্টি অফিসে যেতে হয় না, সিএসসি-তেই সব কাজ হয়ে যায়। এখন রাজ্যে ১২০০ সিএসসি আছে। সবগুলিই এক্টিভ। আর আগে, রাজ্যে প্রায় ৪০০ সিএসসি ছিল। যার মধ্যে ২৫০ টিও এক্টিভ ছিল না। আগে সিএসসি-র পরিচালকরা ১ হাজার টাকাও রোজগার করতে পারত না। কিন্তু বর্তমান সরকার সিএসসি-তে ১৪১টি পরিষেবা চালু করেছে। যার ফলে এখন ৪০ হাজার টাকা রোজগার করছে সকলে। আগে জমির রেজিস্ট্রির জন্য মানুষকে ধাক্কা খেতে হতো, রেজিস্ট্রেশন এক যায়গায় মিউটেশন আরেক যায়গায় হতো। আর এখন ড্রোনের মাধ্যমে জমি মেপে, অ্যাপ দ্বারা অনলাইনে জমির রেজিস্ট্রি তথা মিউটেশন করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে জমি নিয়ে দুর্নীতি বন্ধ হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*