আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || ২২শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস। এই দিন উপলক্ষে রাজ্যে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ‘সুপার ৩০’ প্রোগ্রামের জন্য পরিচিত একজন গণিত শিক্ষাবিদ আনন্দ কুমারের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মূখ্যমন্ত্রী বলেন, গণিত শিক্ষাবিদ আনন্দ কুমার প্রতি বছর ৩০ জন অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জেইই-এর জন্য তৈরী করার একটি প্রশংসনীয় কাজ করে চলেছেন। উনার এই প্রচেষ্টার জন্য মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনাক্র শুভেচ্ছা জ্ঞাপন করেন।