লাইট হাউজ প্রকল্প পরিদর্শনে মুখ্যমন্ত্রী, প্রথমবারের মতো রাজ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ভূকম্পন প্রতিরোধক আবাসন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর || লাইট হাউজ প্রজেক্ট এলাকা ও আইসিপি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানীর আখাউড়া রোডস্থিত গোলচক্করে লাইট হাউজ প্রজেক্ট এবং আইসিপি পরিদর্শন করেন তিনি।
লাইট হাউস প্রকল্পের অন্তর্গত ছয় রাজ্যের মধ্যে প্রথমবারের জন্য ত্রিপুরায় মাথা তুলে দাঁড়াচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ভূকম্পন প্রতিরোধক ১০০০টি আবাসন। সরকারি ভুর্তুকিতে তুলনামূলক অর্থনৈতিক অনগ্রসর পরিবার এই অধিক স্থায়িত্বসম্পন্ন আবাসনের সুযোগ পাবেন বলে আশা ব্যাক্ত করেন মূখ্যমন্ত্রী। তিনি জানান, মোট অর্থরাশির অবশিষ্ট অংশ শুধুমাত্র বহন করবেন সুবিধাভোগীগন। পূর্ত ও নগরোন্নয়ন দপ্তর-সহ, নির্মাণমূলক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-ছাত্রীদের এই ধরণের প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞানার্জন অবশ্যক। যার দ্বারা যথার্থ নিয়ম অনুসরণের মাধ্যমে রাজ্যে আগামী দিনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্মাণ কার্য সম্ভবপর হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের তুলনামূলক অর্থনৈতিক অনগ্রসর পরিবারের জন্য লাইট হাউজ আবাসন প্রকল্পে নির্মিত হচ্ছে ১০০০ আবাসন। ছয় রাজ্যে পৃথক পৃথক প্রযুক্তির ব্যবহারে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নির্মিত আবাসনগুলির মধ্যে প্রথমবারের মত ত্রিপুরায় নির্মিয়মান আবাসনগুলি ভূকম্পন প্রতিরোধক ও অধিক স্থায়িত্বসম্পন্ন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*