আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর || আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র, ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিল সহ সকল পারিষদদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুধবার সকালে আগরতলা টাউন হলে আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারী সংঘের পক্ষ থেকে আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্যদের অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী, মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷