শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর || ২৫শে ডিসেম্বর দিনের সূর্য ডোবার পর থেকেই শুরু হয়ে গেছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিক কর্মসূচী। এদিন বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন গির্জায় ভির শুরু করেছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। যীশু খ্রীষ্টের জন্মোৎসব উপলক্ষ্যে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিন পালন। এদিকে সারাদেশের মত রাজ্যেও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শহরের তারকা হোটেলগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে। বড়দিনে দেশের শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার ব্যবস্থাও করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল থেকে শহরের গির্জা ও হোটেলগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ রূপে সাজানো হয়েছে। মরিয়মনগরস্থিত গির্জায় ও নন্দন নগরস্থিত ডন বসকো প্যারিস গির্জায় যীশু খ্রীষ্টের জন্মোৎসব উপলক্ষ্যে মূল প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরুর পর ভির জমাতে দেখা গেছে শহরের সকল অংশের মানুষদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*