আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || সোমবার সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের (GMP) উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে ৭৭’তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করা হয়। প্রথমেই GMP পতাকা উত্তোলন করেন গণমুক্তি পরিষদের নেতা সত্যজিৎ রিয়াং। তারপর জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জিএমপি নেতা বিশিষ্ট লেখক মানস দেব্বর্মন, জিএমপি নেতা সত্যজিৎ রিয়াং, মনোরঞ্জন ত্রিপুরা, প্রকাশ রিয়াং, আব্রাহাম রিয়াং, সমীর রিয়াং, প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত, সুব্রত দেবনাথ, NFIW নেত্রী সুস্মিতা নন্দী, AIYF রাজ্য সভাপতি অজিত দাস, AIYF নেতা কিষান সরকার, AISF নেতা সায়ন পাল সহ উপস্থিত অন্যান্যরা।
তারপর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনের সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয় যেখানে জিএমপি নেতৃত্ব ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলনের গৌরব উজ্জ্বল ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।