আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জিলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হল ঘরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে পশ্চিম জেলা বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হয়ে সেগুলো অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিনের এই সাধারণ সভায় তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব (সরকার), সহ-সভাধিপতি হরিদুলাল আচার্য্য, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্য-সদস্যরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ। পাশাপাশি পূর্ত দপ্তর (পানীয় জল ও স্বাস্থ্য বিধান), ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, স্বাস্থ্য দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।