আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালো এক যুবক। ঘটনা আর কে নগর এলাকায়। জানা যায়, বুধবার আর কে নগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় এক যুবক। বয়স ২৭ বছর। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জানা যায়, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐ যুবক। জানা যায়, তার বাড়ি বোধজং নগর বণিক চৌমহনি এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।