যাত্রাপুর থানার পুলিশের হাতে নেশা সামগ্রীসহ আটক এক যুবক আপডেট

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ ডিসেম্বর || বুধবার রাতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল কাঠালিয়া বাণিজ্যিক এলাকার লোকজন । তারপরও দুই পুলিশ কনস্টেবল ও কতিপয় ব্যবসায়ী আহত হয়। যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস জানায়, প্রতিদিনের ন্যায় পুলিশ এবং টিএসআর নিয়ে সন্ধা রাতে থানা এলাকার গঙ্গাবাড়ি মন্দিরের নিকট চেকিং এ বসে। তখন তাদের কাছে গোপন খবর আসে সোনামুড়ার দিক থেকে টি আর ০৭ ডি ০৭৬৬ নাাম্বারে একটি নেশা সামগ্রী ভর্তি ইকো গাড়ি বিলোনিয়া নিয়ামুখী আসছে। গোপন খবর পেয়ে পুলিশ উৎপেতে বসে। ঠিক তখনই গাড়িটি বিলোনিয়ার দিকে যাওয়ার সময় পুলিশের আঁচ পেয়ে পিছনের দিকে দ্রুত গতিতে ছুটে। পুলিশও পিছনে ধাওয়া করে এবং যাত্রাপুর থানার নাকা পয়েন্টে জানিয়ে দেয় নাকা পয়েন্টে ব্লক করার জন্য। এদিকে নাকা পয়েন্টে কর্মরত টিএসআর জওয়ানরা নাকা পয়েন্ট বন্ধ করে দেয়। নেশা ভর্তি গাড়িটি উল্টো দিকে প্রায় ৭ কিলোমিটার দ্রুতগতিতে এসে নাকা পয়েন্টে সজোরে ধাক্কা মারে। তাতে গাড়িটি দুমড়ে-মুচড়ে কাঠালিয়া বাজারের জনবহুল এলাকায় এসে থামে। তাতে পুলিশ সহ বাজারে কতিপয় ব্যবসায়ীরা অল্প জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তাতে দুই জন কনস্টেবল আহত হয়। দুর্ঘটনার শিকার হয়ে নেশা কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনগণ এবং পুলিশের যৌথ সহযোগিতায় নেশা কারবারি সহ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নেশা সামগ্রীসহ আটক হওয়া যুবকের নাম রকি আলম, বয়স ২৬ বছর। তার বাড়ি মেলাঘর থানাধীন ইন্দিরানগর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১,১২০ এসকাপ সিরাফ। তাকে আজ সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়। গতকালকের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পুলিশ সহ স্থানীয় ব্যবসায়ীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*