বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী || আগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃত্বরা। সংগঠনকে আরো সমৃদ্বশালী করে গড়ে তোলার লক্ষ্যে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে বুথস্তরে সভা ও ঘরোয়া সভার মাধ্যমে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ীর বিজেপি’র নেতৃবৃন্দরা। সোমবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে পূর্ব পিলাক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। তার পাশাপাশি পশ্চিম পিলাক এলাকায় অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা ও যোগদান সভা। এই যোগদান সভায় বিভিন্ন দল থেকে ১৪ পরিবারেরে ৫০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। দল ত্যাগিদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করেনেন ৩৮-জোলাইবাড়ীর বিজেপি’র মন্ডল সভাপিত অজয় রিয়াং। এই আলোচনা সভায় ও যোগদান সভায় উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, বিজেপি’র দক্ষিন জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস, বিজেপি’র দক্ষিণ জেলা কমিটির সদস্য চাথই মগ, মন্ডলের সাধারন সম্পাদক সমীর পাল, মন্ডলের কিষান মোর্চার সভাপতি সুজিত দত্ত সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। বিজেপি কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।