বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মে || বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেবদারু তক্ষশিলা বুদ্ধ বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে রবিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর দেবদারু তক্ষশিলা বুদ্ধ বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘদানা অর্পন অনুষ্ঠানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজারো হাজারো লোকজনের সমাগম ঘটে। অনুষ্ঠানে বুদ্ধ ধর্মগুরুরা ভগবান বুদ্ধের জীবন কাহিনি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য জনসন্মুখে তুলে ধরেন। অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে খাবারের ব্যবস্থাও করা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন বুদ্ধ ধর্মগুরু ও এলাকার এক বুদ্ধধর্মালম্বী। এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত ভগবান বুদ্ধের নিকট প্রার্থনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*