আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || শেষ হল সরব প্রচার। শেষ লগ্নে প্রচারে ঝড় তুললো শাসকদল সহ বিরোধী শিবির। মঙ্গলবার বিকাল চার টায় শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচার।
এদিন শাসকদল বিজেপি এক বাইক র্যালির আয়োজন করে। মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী তথা ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারি বিনোদ সোনার, মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্য কার্য কর্তারা। পাশাপাশি এদিন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহাকে জয়যুক্ত করতে এক মিছিল সংঘটিত হয়।