আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || রাজধানীর নন্দন নগর পালপাড়া এলাকায় একজন যুবক চাকরির আশা না করে নিজের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তিনি এখন মাটির চায়ের কাপ এবং বাটি ইত্যাদি সামগ্রী তৈরি করেন নিজের উদ্যোগে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান, যে উনার কারখানায় ৮ থেকে ২০ জন কর্মী কাজ করেন। আগামীতে আরো বড় করবেন কারখানা। তখন ৪০ থেকে ৫০ জন কর্মী লাগবে। তিনি বলেন, যদি সরকার থেকে সহযোগিতা পাই তাহলে সামনে এগিয়ে যেতে আরও সুবিধা হবে।