শুরু হলো ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশন, প্রথম দিনেই বিধানসভা থেকে ওয়াক আউট করল বিরোধী বাম শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || শুক্রবার থেকে শুরু হলো দ্বাদশ ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশন। ২৩শে সেপ্টেম্বর ও ২৬শে সেপ্টেম্বর এই দু’দিন দ্বাদশ অধিবেশন চলার কথা রয়েছে। মাঝে শনি এবং রবিবার এই দুই দিন বন্ধ থাকবে অধিবেশন। ‌এবারের অধিবেশনে অর্থ এবং কৃষি দপ্তর থেকে দুটি বিল তুলে ধরা হবে বলে জানা যায়।
এদিন অধিবেশনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, বর্তমান রাজ্য সরকারের সময়কালে এখনও পর্যন্ত ২৩ হাজার ৩১ জনের চাকরি হয়েছে। তিনি বলেন, পাইপ লাইনে আরও ৬,৩৮২ জনের চাকরি রয়েছে।
এদিন ত্রিপুরা বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী দল সি পি আই (এম)’র বিধায়করা। এদিন বিধানসভার অধিবেশনের প্রথম দিকে এই ওয়াক আউট করেন তারা। চলতি মাসের গত ১৫ সেপ্টেম্বর বাম ছাত্র যুব সংগঠনের মহাকরণ অভিযান কর্মসূচির দিন পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন রাজ্য বিধান সভার অধিবেশনে আলোচনার জন্য বলেন বাম বিধায়ক তপন চক্রবর্তী। কিন্তু অধ্যক্ষের বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন তারা। পরবর্তী কিছু সময় পরে আবার অধিবেশনে ফিরে আসেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*