বিভিন্ন জায়গায় গণপতি উৎসবের উদ্বোধন করে রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় মঙ্গল আরতি করেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || মঙ্গলবার গনেশ চতুর্থী। তারও প্রস্তুতি চলছে জোর কদমে। এক পুজো শেষ না হতেই আরেক পূজো। একদিকে দেব শিল্পীর আরাধনা অন্যদিকে বাজারে মানুষের ভিড় গণেশ পূজোর আয়োজনের জন্য। দুই পুজো সামলাতে ব্যবসায়ী থেকে শুরু করে মৃৎ শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন। নাওয়া খাওয়া ভুলে তারা এখন শেষ তুলির টান দিতে প্রস্তুত। বাজারে বাজারে গণেশের মূর্তি নিয়ে বসে গেছে দোকানিরা।
সোমবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন গণপতি সামাজিক সংস্থার এবং শ্রী শ্রী গণেশ পূজা কমিটি আয়োজিত পূজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী।
একই দিনে রাজধানীর দশমীঘাট ক্লাবের আয়োজনে শ্রী শ্রী গণপতি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশাত্মবোধের ভাবনায় তৈরি মন্ডপের দ্বারোদ্ঘাটন করেন তিনি।
এদিন বিশালগড়ে রাউৎখলাস্থিত শিবকালী মন্দিরে আয়োজিত গণপতি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি সোমবার সন্ধ্যায় বিশালগড় কামথানা রোডে সার্বজনীন গণপতি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় মঙ্গল আরতি করেন। এছাড়াও এই উৎসব উপলক্ষ্যে আয়োজিত আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কয়েকজনের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই জনপ্রিয় উৎসব সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ এবং সমৃদ্ধির বার্তা। কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এবং সাংস্কৃতিক মেলবন্ধনে এই ধরনের উদ্যোগ জনমানসে আত্মিক চেতনা তৈরি করে বলে উল্লেখ করেন তিনি।
এদিন আগরতলার জ্যাকসন গেইট সংলগ্ন একদন্ত সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত গণেশ বন্দনায় সামিল হয়ে রাজ্যবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন মুখ্যমন্ত্রী। এখানে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ২৫ হাজার টাকার অর্থরাশি তুলে দেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*