আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || ১৯শে সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ৫.০ অভিযান’ শুরু হয়েছে। এই বিশেষ অভিযান চলবে আগামী ৩রা অক্টোবর পর্যন্ত। শূণ্য থেকে ১৯ বছর বয়সী ১১ লক্ষ ১১ হাজার শিশু এবং কিশোর কিশোরীকে বিভিন্ন ঔষধ খাওয়ানো হবে।
‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ৫.০ অভিযান’ এর অঙ্গ হিসেবে গোটা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আয়রন ও কৃমিনাশ ট্যাবলেট দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই ট্যাবলেট বিতরণ করা হয়।
এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ায় শচীন দেববর্মন অডিটোরিয়ামে রাজ্য ভিত্তিক “মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৫.০” এর শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।