বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩১ ডিসেম্বর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়নের অপরনাম মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উন্নয়নমূলক কর্মসূচীতে কোনোপ্রকার দূর্নিতিকে প্রশ্রয় দেন না মন্ত্রী। এমনই একটি চিত্র লক্ষ্য করা যায় রবিবার। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নিজ বিধায়সভায় উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে কোয়াইফাং শ্রীকান্তবাড়ী এডিসি ভিলেজের শ্রীকান্তবাড়ী থেকে কায়ারাম পাড়া ভায়া কষ্টরায় পাড়ার লোকজনদের যাতায়তের সুবিধার্থে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা নির্মানের কাজ শুরু করা হয়। এই কাজের শুরুতে কাজের গুনগতমান নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজের চিত্র ফুঁটে উঠাতে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। শত ব্যস্ততার মধ্যেও নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে রবিবার রাস্তার নির্মানের কাজ পরিদর্শনে ছুটে যান মন্ত্রী। সেখানে গিয়ে কাজের গুনগতমান যাচাই করেন ও কাজটি নিম্নমানের হবার কারনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এককথায় বলা চলে কোনো প্রকারের দূর্নিতিকে প্রশ্রয় দেবেন না মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
তিনি এদিন নিজ বক্তব্যের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছেন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এইকাজের গুনগতমান নিয়ে ঠিকেদারের কাছে জানতে চাইলে তিনি মন্ত্রীর নিকট ক্ষমা প্রার্থনা করে জানান, তিনি বিগত কিছুদিন অসুস্থতার জন্য কাজটি পরিদর্শন করতে পারেননি। অপর একজনকে কাজের দায়িত্ব দেওয়াতে কাজের গুনগতমান নিম্নমানের হয়েছে বলে জানান। ঠিকেদার জানান, আগামীকাল থেকে তিনি কাজের গুনগতমান বজায় রেখে রাস্তাটি নির্মান করে দেবেন।
এদিন এই পরিদর্শনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা।