আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে শুক্রবার সকালে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাধর্মসভা ও সহস্র কন্ঠে গীতাপাঠ। এই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন পূর্বম্নয় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থজী মহারাজ, অনন্ত শ্রী বিভূষিত জয়গুরু মহামন্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী পরমাত্মানন্দ জী মহারাজ এবং আচার্য সৌমিক মহারাজ সহ পূজনীয় ধর্মগুরুদের এক প্রতিনিধিদল সহ বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা।
বৃহস্পতিবার তাদের নিয়ে রাজধানী আগরতলায় এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে রথে করে সাধুসন্তদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল। পাশাপাশি বাইক র্যালীর মাধ্যমেও এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়েছে।
পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পূর্বম্নয় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থজী মহারাজ, অনন্ত শ্রী বিভূষিত জয়গুরু মহামন্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী পরমাত্মানন্দ জী মহারাজ এবং আচার্য সৌমিক মহারাজ সহ পূজনীয় ধর্মগুরুদের এক প্রতিনিধিদল।
উল্লেখ্য, শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অধক্ষজানন্দ দেবতীথজী মহারাজ গোবর্ধন পীঠ, অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী শ্রী চিত্ত মহারাজ, জগন্নাথজিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তিকমল বৈষ্ণব মহারাজ এবং আরও অন্যান্য বিভিন্ন মঠের সাধুসন্ত উপস্থিত থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে ধর্মীয় আলোচনা করবেন।