দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১ মে ।।বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে যে কোনো নির্বাচনে প্রচারসজ্জাতেও থাকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগীতা। গনতন্ত্রের পৃষ্ঠভূমিতে ADC নির্বাচনের ব্যাপ্তি স্বল্প দৈর্ঘ্যের হলেও পরিবেশ পরিস্থিতি যে কোনো বড় পরিসরের নির্বাচনের সঙ্গে তুলনীয়। পতাকায় পতাকায় আলিঙ্গনের এই বিহঙ্গম দৃশ্যেই গনতন্ত্রের সার্থকতা। ADC ভোটে বিভিন্ন স্থানে যখন ভিন্ন রাজনৈতিক দলের পতাকা গুলো ভোটকে উৎসবে পরিণত করার বার্তা দিয়েছে তখন ময়দানের ভাঙ্গনে একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ভাষায় তীব্র আক্রমন চালিয়েছে। পথের পতাকায় গলাগলি আর ময়দানে গালাগালি – ভোটের রসায়নে এই ছবিতেই গনতন্ত্রের পথ পাড়ি দিচ্ছে এই ভারতবর্ষ।