সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ ডিসেম্বর || গন্ডাছড়া কবিগুরু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রগ্রেসিভ ইয়ুথ অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত দৈবশক্তি চাকমা মেমোরিয়াল প্রাইজ মানি নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায়। উক্ত ফাইনাল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম দিলীপ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমার এসডিপিও সৌগত চাকমা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।
এই দিনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মাইনে সেবা ক্লাব বনাম নিউ স্পোটিং ক্লাবের মধ্যে। এদিনের ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয় মাইনে সেবা ক্লাব। ম্যাচ শেষে রানার্স টিমের হাতে ৮ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন এসডিপিও সৌগত চাকমা এবং চ্যাম্পিয়ন টিমকে ১৫,০০০ টাকা প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন ডিসিএম দিলীপ দেববর্মা। এই দিনের এই ফাইনাল ম্যাচে ক্রীড়া প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং ক্রীড়া প্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
এই খেলার উদ্যোক্তারা জানান, তাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে নেশা থেকে দূরে রাখা এবং গ্রাম অঞ্চলের খেলোয়ার যুবকদের প্রতিভাকে সামনে এগিয়ে নিয়া যাওয়া।