আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || মুম্বাই-আগরতলা এক্সপ্রেস রেলে প্রায় ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন আর পি এফ রেলওয়ে পুলিশ। জানা যায়, সন্ধ্যায় রেলটি জিরানিয়া স্টেশনে আসে তখনই সন্দেহজনকভাবে আটক করেন হাবিবুল রহমান নামে এক ব্যক্তিকে যার বাড়ি উদয়পুর। জানা যায়, হাবিবুল বদরপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যাগটিকে সংগ্রহ করে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসছিল। তখনই আরপিএফ পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, তার ব্যাগ থেকে প্রায় ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানালেন আরপিএফ এর রেলটেশনের কমান্ডেন্ট বি কে সিনহা।