সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ জানুয়ারি || ইংরেজি নববর্ষের প্রথম দিনে ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে পিকনিক সেরে ফেরার পথে অটো রিক্সা দুর্ঘটনায় আহত এক যুবক সহ ৬ জন। ছয়জনের মধ্যে গুরুতর আহত হয় দহিন্দ্র ত্রিপুরা নামে এক যুবক। তার বাড়ি রইস্যাবাড়ি ড়ডার ডি ব্লকের অন্তর্গত বোয়ালখালী এডিসি ভেলিজে।
ঘটনার বিবরণে জানা গেছে, নববর্ষের প্রথম দিনে বুধবার সন্ধ্যায় গন্ডাছড়া মহকুমার পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জ থেকে পিকনিক সেরে ফেরার পথে নারিকেল কুঞ্জের মাঝামাঝি রাস্তায় একটি অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইটে পড়ে যায়। অটো রিক্সাতে ছিল ছয় জন যাত্রী। এর মধ্যে দহিন্দ্র ত্রিপুরা নামে এক যুবক গুরুতর ভাবে আহত হয়।বাকিরা অল্প বিস্তর আহত হয়। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতলে নিয়ে আসে। মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দহিন্দ্র ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেয়। বাকিদের চিকিৎসা চলছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান IPFT গন্ডাছড়া মহকুমা কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা। তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেন।