জেলাপরিষদের অর্থব্যায় করে কৃষকদের মধ্যে মিনি ট্রাকটার ও স্প্রে মেশিন বিতরণ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ জানুয়ারি || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। কৃষকদের আয় দ্বিগুণ করতে গিয়ে রাজ্যস রকারের উদ্দ্যোগে প্রতিনিয়ত কৃষকদের মধ্যে বিভিন্নভাবে সাহায্যের হাত বারিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিন জেলার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের সাহায্যেরহাত বারিয়ে দিচ্ছে দক্ষিন জেলা পরিষদের সভাতিপতি দীপক দত্ত।  দীপক দত্ত জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পাওয়ার পর প্রতিনিয়ত লোকজনদের সাহায্যের হাত বারিয়ে দিচ্ছে। বুধবার জোলাইবাড়ী ব্লকের মধ্যে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলাপরিষদের অর্থব্যায় করে ৫৫ জন কৃষক নির্ধারন করে মিনি ট্রাকটার ও ৭৬ জন কৃষককে স্প্রে মেশিন বিতরণ করা হয়।  জানা যায়, মিনি ট্রাকটার ক্রয়ে প্রতি ট্রাকটার পিছু ৭৫ হাজার টাকা ও স্প্রেমেশিন ক্রয়ে ৪ হাজার টাকা ব্যায় করা হয়। দক্ষিন জেলা পরিষদের উদ্দ্যোগে গ্রেইভস কোম্পানির নেপটোন মিনি ট্রাকটার বিতরণ করা হয়। এইধরনের উন্নত মেশিন পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিন জোলাইবাড়ী ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী, জোলাইবাড়ী ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত বাম আমলে কৃষকদের বঞ্চনার কিছু তথ্য সকলের সামনে তুলে ধরেন। বক্তারা জানান, বিগত বাম আমলে কৃষকদের কাছে বিশেষ তহবিলের নামে চাঁদা সংগ্রহ করা হতো। কৃষকদের ধান উৎপাদন হলে চাঁদা হিসাবে ধান সংগ্রহ করা হতো। বিগত বাম আমলে কৃষকদের দিয়ে বিভিন্ন প্রকারের আন্দোলন করানো হতো। বাম আমলে কৃষকদের বঞ্চনার ফলে কৃষকরা কৃষিজ ফসল উৎপাদনে অনীহা প্রকাশ করতো। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথা দলের জোট সরকার চলাকালীন সময়ে কৃষকরা প্রতিনিয়ত নানান সাহায্য পেয়ে যাচ্ছে । কোনোপ্রকার আন্দোলন ছারাই কৃষকরা সবকিছু পেয়ে যাচ্ছে।  রাজ্য সরকার কৃষকদের কৃষিজ সামগ্রী, বীজ, সার বিনামূল্যে বিতরণ করছে। তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল ক্রয় করছে রাজ্য সরকার। কৃষদের জন্য কৃষি সন্মাননিধি প্রকল্প চালু করা হয়েছে  যা বিগতদিনে দেখা যেতোনা।
জেলা পরিষদের সভাধিপতি জানান, বর্তমান সময়ে যে সকল লোকজন পশুপালন করছে তাদেরকেও ভাতা প্রদান করা হবে। কৃষকদের কোনোপ্রকার সামগ্রীর প্রয়োজন হলে পঞ্চায়েত সমিতিতে আবেদন করার জন্য জানান জেলা সভাপতি। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদে ডিমান্ড গেলে কৃষকদের সেইসকল সামগ্রী প্রদান করা হবে। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*