আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিং। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে উনার প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। কংগ্রেস নেতৃত্ব উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং উনার কর্মজীবন রাজনৈতিক জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন।