আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর || একটা সময় ছিলো নতুন বছরে গিফট কার্ড দিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতো। কিন্তুু টেকনোলজির এই যুগে অনেকটা হারিয়ে গেছে এই গিফট কার্ড। কিন্তু এবছর দেখা গেলো ভিন্ন রুপ, আগরতলা শহরের এক ব্যবসায়ী জানান, বিগত ৭ থেকে ৮ বছর ধরে গিফট কার্ড প্রায় হারিয়ে গেছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবছর গিফট কার্ডের বেশ ভালো চাহিদা রয়েছে। নতুন বছরে কাছের মানুষকে শুভেচ্ছা বিনিময়ে গিফট কার্ড কিনতে দেখা গেছে শহরের কার্ডের দোকানগুলোতে।
