আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || অসাবধানতার আগুনে বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বেশ কিছু বাড়িঘর এবং বাঁশের দোকান! ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া স্টিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর ১নং ওয়ার্ড এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায়, গোমতীর চরে স্থানীয় বাঁশ দোকানের তপা করে জমা করা বাঁশের ছিলায় কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে সেই আগুন কিছুটা বাড়তে থাকে ঘটনা প্রত্যক্ষ হতেই স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে সফলতা না আসায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যেহেতু সুখা মরসুম এবং পার্শ্ববর্তী বেড়ার ঘর এবং বাঁশ ঝার রয়েছে সেহেতু আশঙ্কা করা হচ্ছিল বড়সড় অগ্নিকাণ্ডের। তাই দ্রুত অগ্নি ব্যাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে রক্ষা পায় সমগ্র এলাকা।