আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আশ্বাসে অনির্দিষ্টকালের আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টি এস এফ)। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের এক প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েতিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের এক নেতৃত্ব বলেন, মুখ্যমন্ত্রী তাদের আলোচনার আশ্বাস দিয়েছেন। তাই অনির্দিষ্টকালের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
তবেএই যাত্রায় আন্দোলন শেষ হলেও ঝুলে রইলো রোমান স্ক্রিপ্টের দাবি।