বাজেটের সমর্থনে খোয়াই মণ্ডলের মিছিল ও সমাবেশ, সরকারের উদ্যোগকে ধন্যবাদ বিজেপি নেতৃত্বের

গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || ২০২৫-২৬ অর্থ বছরের রাজ্য বাজেটের প্রতি সমর্থন জানিয়ে খোয়াই মণ্ডলের উদ্যোগে সোমবার একটি ধন্যবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় খোয়াই মণ্ডল কার্যালয় থেকে শুরু হওয়া ধন্যবাদ মিছিলটি সুভাষ পার্ক, হাসপাতাল রোড, শ্রীনাথ বিদ্যানিকেতন, লালছড়া হয়ে আবার সুভাষ পার্কে বিবেকানন্দ মূর্তির পাদদেশে জমায়েত হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি’র সম্পাদক তাপস মজুমদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস এবং মণ্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ। সমাবেশে সভাপতিত্ব করেন মণ্ডল সভাপতি অনুকূল দাস।
এদিন এই সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার ও মণ্ডল সভাপতি অনুকূল দাস। প্রদেশ সম্পাদক তাপস মজুমদার বলেন, বর্তমান সরকার ৩২ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে, যা রাজ্যের সর্বস্তরের মানুষের কথা ভেবে তৈরি। এই বাজেটে অসমজীবী মানুষ, কৃষক, যুবশক্তি, ব্যবসায়ী এবং কর্মচারীদের জন্য পৃথক পৃথকভাবে বিভিন্ন যোজনা ঘোষণা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকার কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, যা সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও, রাজ্য সরকার বিকশিত ত্রিপুরা গঠনের লক্ষ্যে ১৩টি নতুন যোজনা চালু করেছে, যা রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাবেশের মাধ্যমে বিজেপি নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপ রাজ্যকে উন্নয়নের নতুন পর্যায়ে পৌঁছে দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রাজ্য সরকারের বাজেটের প্রতি সমর্থন জানিয়ে সরকারের বিভিন্ন জনমুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*