টিএসআর দ্বাদশ বাহিনীর উদ্যোগে সিভিক একশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবির আয়োজন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ মে || ত্রিপুরা স্টেটস রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে তেলিয়ামুড়ার ইমেনুয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক বিশেষ সিভিক একশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়।
এই স্বাস্থ্য শিবির সহ গোটা আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন বিভিন্ন অংশের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, ঠিক একই রকম ভাবে গরীব দুস্থদের মধ্যে কাপড়, মশারি বিতরণ করা সহ খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং বিভিন্ন অংশের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা, কলম সহ স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে টি এস আর দ্বাদশ বাহিনীর কমান্ডেন্ট অশোক সিনহা, ডেপুটি কমান্ডেন্ট জনার্দন সরকার, এসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*