আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মে || পশ্চিম ত্রিপুরা জেলায় রাস্তাঘাটে দুর্ঘটনা প্রতিরোধ, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ মাদক পরিবহণ ঠেকাতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকিং করা হচ্ছে এবং নিয়মভাঙার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, “নিরাপত্তা ও সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। নিয়ম ভাঙলে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”
এই অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও সম্প্রসারিত হতে পারে বলে জানা গেছে। সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে এই উদ্যোগ সফল করতে।