বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর || রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা প্রকল্প ও প্রশিক্ষণ কর্মসূচি। সেই ধারাবাহিকতায় জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো দুইদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। দূর্গোৎসবের মরশুম শেষ হতেই বুধবার জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় জোলাইবাড়ী কৃষি দপ্তরের কার্যালয়ে।
প্রশিক্ষণের মূল বিষয় ছিল ড্রাগন ফল চাষ, তরমুজ চাষ ও মৌমাছি পালন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বি.এস.সি চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, এগ্রিস্ট্যান্ডিং কমিটির সভাপতি জয়দেব দত্তসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের কৃষি উন্নয়নমূলক পদক্ষেপ ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের কার্যক্রমের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জানান, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আধুনিক কৃষি পদ্ধতি ও বিকল্প চাষাবাদে বিশেষ জোর দিচ্ছে সরকার।
অনুষ্ঠানের শেষে মৌমাছি পালনকারী কৃষকদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। কর্মশালার প্রথম দিনে কৃষকদের তরমুজ ও ড্রাগন ফল চাষে ফলন বৃদ্ধির কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং দ্বিতীয় দিনে মৌমাছি পালন ও মধু সংগ্রহের উপর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের এই উদ্যোগকে উপস্থিত কৃষকরা অত্যন্ত প্রশংসা করেন এবং তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে এধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
