গোপাল সিং, খোয়াই, ০৯ অক্টোবর || রাতের অন্ধকারে বিজেপি খোয়াই মন্ডল কার্য্যালয়ের পেছন দিকে অগ্নিসংযোগ। মঙ্গলবার রাতে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন। অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়তেই খোয়াইজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রনে আসে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও দলীয় ফ্ল্যাগ আগুনে পুড়েছে বলে অভিযোগ জানান বিজেপি নেতৃত্বরা। এবং এই মর্মে আজ খোয়াই থানায় ঘটনার তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণে অভিযোগ দায়ের করেন। বিজেপি নেতৃত্বদের অভিযোগ সিপিআই(এম) এর দিকে।
বিজেপি মন্ডল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আজ খোয়াইতে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে হয় বিক্ষোভ সভা। বিজেপি কার্য্যাকয়ে অগ্নিসংযোগের ঘটনায় সিপিআই(এম) এর হাত রয়েছে বলে অভিযোগ তুলে বক্তব্য রাখেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারন সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
