কন্যাসন্তানের জন্মদিনে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে সাংবাদিক রাহুল সাহা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর || সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনেও অগ্রণী ভূমিকা রাখছেন শান্তির বাজারের সাংবাদিক রাহুল সাহা। মানবিক দৃষ্টিভঙ্গির নিদর্শন হিসেবে বুধবার তিনি পালন করলেন এক অনন্য উদ্যোগ।
দিনটি ছিল তাঁর একমাত্র কন্যাসন্তান রূপসা সাহার জন্মদিন। এই বিশেষ দিনে আনন্দ উৎসবের বদলে তিনি বেছে নিলেন সেবামূলক কর্মসূচি। বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন তিনি।
রাহুল সাহা জানিয়েছেন, ভবিষ্যতেও সমাজের জন্য এ ধরনের নানা কর্মসূচি হাতে নেবেন তিনি। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবায় তাঁর এই উদ্যোগের জন্য স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*