গোপাল সিং, খোয়াই, ০৯ অক্টোবর || উত্তর ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা। ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ডায়াগনস্টিক চেইন নিউবার্গ প্যালস ডায়াগনস্টিকস এবার ধর্মনগরে চালু করল তাদের প্রথম অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
এই ল্যাবের মাধ্যমে ত্রিপুরার মানুষ আরও দ্রুত, নির্ভুল ও মানসম্পন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই বছরের মধ্যে রাজ্যজুড়ে ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণে প্রায় ২০ কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউবার্গ প্যালস ডায়াগনস্টিকস-এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রায়, সংস্থার শীর্ষকর্তা, বিশিষ্ট চিকিৎসক এবং জেলার প্রভাবশালী ব্যক্তিরা।
মন্ত্রী টিংকু রায় বলেন, “উত্তর ও ঊনকোটি জেলার মানুষের জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। আগে রক্ত বা অন্যান্য পরীক্ষা করতে আগরতলা কিংবা বাইরের রাজ্যে নমুনা পাঠাতে হতো। এখন ধর্মনগরেই দ্রুত রিপোর্ট পাওয়া যাবে, যা মানুষের সময় ও খরচ দুটোই বাঁচাবে।”
এই অত্যাধুনিক ল্যাবে রয়েছে স্বয়ংক্রিয় বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি ও মলিকুলার ডায়াগনস্টিকস-এর সুবিধা। উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল পরীক্ষার ফলাফল সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
নিউবার্গ প্যালসের এই ল্যাব শুধুমাত্র উত্তর ত্রিপুরা জেলার মানুষ নয়, আসাম ও মিজোরাম সীমান্তবর্তী এলাকাগুলির বাসিন্দারাও এখান থেকে সুবিধা পাবেন। সংস্থার দাবি, এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং চাকরির সুযোগও তৈরি করবে স্থানীয় যুবসমাজের জন্য।
