আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || আগামী ১০ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নয়া ফি কাঠামো। পর্ষদের তরফে রেজিস্ট্রেশন ফি, পরীক্ষা ফি, রিভিউ ফি, প্র্যাক্টিক্যাল ফি সহ মোট ৬টি ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হয়েছে। একলাফে ফি বৃদ্ধির এই সিদ্ধান্তে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন পর ফি কাঠামোয় পরিবর্তন আনল পর্ষদ। নতুন হার অনুযায়ী, প্রতিটি বিভাগের ফি পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পর্ষদ সূত্রে খবর, প্রশাসনিক খরচ বৃদ্ধি ও পর্ষদের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবি, হঠাৎ করে এই মাত্রায় ফি বৃদ্ধি তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। অন্যদিকে, পর্ষদ জানিয়েছে — ফি পুনর্নির্ধারণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণের স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
